home top banner

Tag Health condition of Suchitra Sen

চলে গেলেন মহানায়িকা সুচিত্রা সেন

দীর্ঘ ২৫ দিন লড়াই করে মৃত্যুর কাছে হার মানলেন মহানায়িকা সুচিত্রা সেন। আজ শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কলকাতার বেসরকারি হাসপাতাল বেলভিউতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বিকেল পাঁচটার দিকে ঐতিহাসিক কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় সম্মানে সুচিত্রা সেনের শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মরদেহ দাহ করা হয় চন্দন কাঠে। একমাত্র কন্যা মুনমুন সেন তাঁর মুখাগ্নি করেন। দেড়টার দিকে শ্মশানে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা পুলিশ মহানায়িকাকে ‘গান স্যালুট’ দিয়ে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। সেখানে...

Posted Under :  Health News
  Viewed#:   40
আরও দেখুন.
সুচিত্রাকে মিউজিক থেরাপি

সুচিত্রা সেনের অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে টানা ২৪ দিন হাসপাতালে থেকে বিরক্ত তিনি। বারবার রক্ত নেওয়া, ফিজিওথেরাপি ইত্যাদি বিভিন্ন প্রকার চিকিত্সা পদ্ধতিতে রীতিমতো বিরক্ত হয়ে উঠেছেন সুচিত্রা। আর এ কারণে চিকিৎসককে নিজের বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশও করেছেন তিনি। এদিকে সুচিত্রার অবসাদ কাটাতে মিউজিক থেরাপির ব্যবস্থা করেছেন চিকিত্সকেরা। বুধবার সুচিত্রার বাড়ি থেকে মেয়ে মুনমুন সেন মিউজিক সিস্টেম পৌঁছে দিয়েছেন হাসপাতালে। চিকিৎসকরা জানান, যতক্ষণ সুচিত্রা জেগে থাকছেন ততক্ষণ তাকে শোনানো হচ্ছে রামকৃষ্ণ...

Posted Under :  Health News
  Viewed#:   33
আরও দেখুন.
খাওয়া আর রক্ত পরীক্ষায় বিরক্তি সুচিত্রার

মহানায়িকা সুচিত্রা সেনের এখন বিরক্তির কারণ দুটি। রক্ত পরীক্ষার জন্য সূচ ফোটানো ও খাওয়ার জন্য জোরাজুরি করা। আর এ নিয়ে নিজের অসহিষ্ণুতা ডাক্তার ও নার্সদের কাছে সরাসরিই প্রকাশ করছেন তিনি। ডাক্তাররা অবশ্য এই মুহূর্তে তার বিরক্তিকে খুব বেশি গুরুত্ব দিতে চাইছেন না। তাদের বক্তব্য, টানা বেশ কিছু দিন ভুগলে যে কোনও রোগীই অবুঝ হয়ে পড়েন। সেটাকে গুরুত্ব দিলে চিকিৎসা করাই কঠিন হয়ে পড়বে। এমনিতেই এখন দু’-তিন দিন পরপর রক্ত পরীক্ষা হচ্ছে। কিন্তু সুচিত্রার তাতেও ঘোর আপত্তি। তার চিকিৎসকেরা...

Posted Under :  Health News
  Viewed#:   21
আরও দেখুন.
মৃত্যুর পর বাংলাদেশে ফিরতে চান সুচিত্রা

গুরুতর অসুস্থ অবস্থায় পশ্চিমবঙ্গের হাসপাতালে চিকিত্সাধীন সুচিত্রা সেন মৃত্যুর পর ফের বাংলাদেশের মাটিতে ফিরে আসতে চান। এ মহানায়িকা তার শেষকৃত্যানুষ্ঠান জন্মস্থান পাবনায় করা হোক— এমন ইচ্ছা পোষণ করেছেন বলে জানা গেছে তার পারিবারিক সূত্রে। লন্ডন থেকে প্রকাশিত অনলাইন ওয়েব পোর্টাল ‘দেশে বিদেশে’ গতকাল এ খবর দিয়েছে। পাবনার মেয়ে রমা দাশগুপ্তা ১৯৪৭ সালে পাড়ি জমান ভারতে। স্বামী দিবানাথ সেনের উপাধি গ্রহণ করে হয়ে যান রমা সেন। পরে চলচ্চিত্রে তাকে সুচিত্রা নাম দেওয়া হয়। তিনি পাবনার এক...

Posted Under :  Health News
  Viewed#:   42
আরও দেখুন.
মহানায়িকার অবস্থা সংকটজনক

উৎকণ্ঠার সময়গুলোকে মেডিকেল বুলেটিন যেন বাঁচিয়ে রেখেছে। দিনে কয়েকবার হাসপাতালের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি। হাসপাতালের পাশেই নির্ধারিত স্থানে গণমাধ্যমকর্মীরা অবস্থান করছেন উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে। সর্বশেষ খবর হলো, মহানায়িকার অবস্থা এখনো সংকটজনক। গতকাল সোমবার রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতাল সূত্রের শেষ খবর এটাই। ‘মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি নিয়ে যাত্রীবোঝাই বিমান ঝোড়ো হাওয়ার কবলে পড়লে পাইলটের যা দশা হয়,...

Posted Under :  Health News
  Viewed#:   63
আরও দেখুন.
সুচিত্রা সেনের অবস্থা আশঙ্কাজনক

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, সুচিত্রা সেনের চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ ডাক্তারদলের অন্যতম সদস্য সুবীর ম-ল শুক্রবার জানান, সুচিত্রার শরীরে অক্সিজেনের পরিমাণ প্রতিনিয়ত কমে যাচ্ছে। বর্তমানে তিনি অক্সিজেনের জন্য পুরোপুরি ভেন্টিলেশনের উপর নির্ভর করছেন। সংবাদামাধ্যমটিকে সুবীর ম-ল জানান, “যতদিন না তিনি ভেন্টিলেশন ছাড়া অক্সিজেন গ্রহণ করতে পারছেন, ততদিন তার অবস্থা সংকটাপন্ন। তার জীবন এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।” কলকাতার বেলভিউ হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তাররা ২৩ ডিসেম্বর থেকে সুচিত্রা...

Posted Under :  Health News
  Viewed#:   20
আরও দেখুন.
সুচিত্রা সেনের খোঁজ নিলেন শেখ হাসিনা

হাসপাতালে চিকিৎসাধীন সুচিত্রা সেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি সুচিত্রা কন্যা মুনমুন সেনকে ফোন করে মহানায়িকার শারীরিক অবস্থার খোঁজ নেন। বাংলাদেশের মানুষ এই মহানায়িকার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাদের হৃদয়ে সুচিত্রার একটি বিশেষ স্থান রয়েছে- এমনটিই জানালেন শেখ হাসিনা। বাংলাদেশ সরকারের উদ্যোগে বুধবার ঢাকায় শুরু হয়েছে 'ট্রিবিউন অফ সুচিত্রা সেন' শীর্ষক চলচ্চিত্র উৎসব। ওই উৎসবেও সুচিত্রার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর ভক্তরা। এদিকে,...

Posted Under :  Health News
  Viewed#:   135
আরও দেখুন.
Page 1 of 1
আগে পরে
healthprior21 (one stop 'Portal Hospital')